‘শিক্ষার্থীদের ক্যাম্পাস’ চান ডাকসু প্রার্থী মানব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৯, ২০:৩১

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীদেরই ভোট দেবেন বলে মনে করছেন মিম আরাফাত মানব। বহুল প্রত্যাশিত এ নির্বাচনে তিনি লড়ছেন আন্তর্জাতিক সম্পাদক পদে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পূর্ণ অধিকারসহ একটি নিরাপদ ক্যাম্পাস পাবেন বলে প্রত্যাশা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এ ছাত্রের।

দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২৮ বছর আগে। ফলে আসন্ন এ নির্বাচন নিয়ে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও উচ্ছ্বাসের কমতি নেই।

বামজোটের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদের প্রার্থী মানব ঢাকাটাইমসকে জানান, আদৌ কতখানি সুষ্ঠু নির্বাচন হবে তা নিয়ে তিনি সন্দিহান। তবুও দেশের গুরুত্বপূর্ণ এ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাস দেখতে চান। চান শিক্ষার্থীরা তাদের পূর্ণ অধিকার নিয়ে ক্যাম্পাসে থাকুক। আর সে কারণেই নির্বাচনে অংশগ্রহণ তার।

মানব বলেন, ‘ভেবেছিলাম ডাকসুতে দাঁড়াবো না। তবুও আমি ভোটে দাঁড়িয়েছি, একটা আশার জায়গা থেকে। আমার আশা, সারা দেশের ভোটের যে চিত্র আমরা ইতোমধ্যে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র তেমন নেতিবাচক হবে না।’

‘আন্তর্জাতিক সম্পাদক পদে দাঁড়িয়েছি। কারণ আমি মনে করি, এই পদটি অন্যান্য পদগুলোর মতো শুধু অনুষ্ঠানকেন্দ্রিক হবে না। এ পদে থেকে আন্তর্জাতিক কনফারেন্স বা সেমিনারের আয়োজন করা যেতে পারে।’

এ পদে থেকে শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করা যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্পাদক পদটিকে ভাবছি একটি ক্যারিয়ারমুখী পদ হিসাবে, যেখান থেকে শিক্ষার্থীদের স্কিল বাড়ানো ও ক্যারিয়ার সচেতনতা নিয়ে কাজ করা যাবে। আমি সোমবার এই বিষয়ে আমার নিজস্ব ইশতেহার শিক্ষার্থীরেদর জানাবো।’

ডাকসু নির্বাচনে দেওয়া স্বতন্ত্র বিভিন্ন প্যানেলকে যথেষ্ট পরিপক্ক মনে করছেন না এ প্রার্থী। বলেন, ‘তাদের প্রার্থীরা কেউ কেউ আশাব্যঞ্জক, কিন্তু ভিসি স্যার বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দাবী আদায় করে নিয়ে আসার ক্ষমতা তাদের কতটুকু, সে বিষয়ে আমি কিছুটা সন্দিহান।’

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকার আদায়ে ডাকসুর যোগ্য নেতৃত্বকেই বাছাই করে নেবেন বলে আশাবাদী বামজোটের এ প্রার্থী।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে জারি যে অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাতে বলা আছে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের জুলাই মাসে।

ঢাকাটাইমস/০৩মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :