তাড়াশে ভোটযুদ্ধে তিন নারী নেত্রী

সিরাজগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১১:২২ | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ১১:১২

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ভোটযুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন। তারা তিনজনই উপজেলা আওয়ামী লীগের নেত্রী হিসেবে সবার কাছে পরিচিত।

এদের মধ্যে কলস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি, বৈদ্যুতিক পাখা প্রতীকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক মর্জিনা খাতুন এবং ফুটবল প্রতীক নিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সদস্য মাহফুজা আকতার ভোট যুদ্ধে মাঠে নেমেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনজনই মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিন-রাত তারা বিভিন্ন হাট-বাজারে পথ সভা করছেন। গ্রামে গ্রামে উঠান বৈঠক ডেকে পুরুষ ও নারী ভোটারদের দোয়া ও ভোট প্রার্থনা করছেন। একই সঙ্গে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি জনগুরুত্বপূর্ণ এলাকায় পথসভা, সুধী সমাবেশ, উঠান বৈঠকও করছেন সমান তালে। উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নির্বাচনী এলাকা।

এদিকে ভোটাররা জানিয়েছেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা।

ঢাকাটাইমস/০৪মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :