চাঁদপুরে জেলেদের ভিজিএফের চাল বিতরণ

প্রকাশ | ০৪ মার্চ ২০১৯, ১৫:৪৭ | আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১৫:৪৯

চাঁদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে চাঁদপুরের ৫১ হাজার তালিকাভুক্ত জেলেদের মাঝে সরকারি ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

সোমবার সদর উপজেলার হানাচর ইউনিয়নের ২ হাজার ৩৮৭ জন জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী, ইউনিয়ন পরিষদ সচিব এমএ কুদ্দুস রোকনসহ সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনা নদীতে ইলিশ সকল মাছ আহরণ নিষিদ্ধ থাকায় সরকার ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে ৪ বার ভিজিএফের চাল দেবে।

ঢাকাটাইমস/০৪মার্চ/ওআর