আশুলিয়ায় চাঁদাবাজির সময় আটক ২

নিজস্ব প্রতিবেদক, সাভার
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ১৫:৫৪

সাভারের আশুলিয়ায় গণপরিবহনে চাঁদা আদায়ের সময় দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পরিবহন শ্রমিকরা।

সোমবার সকালে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহনে চাঁদাবাজিকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক দুইজন হলেন, রুমেল ও শওকত হোসেন। এদের মধ্যে রুমেল গাজীরচট ও অপরজন বাইপাইল এলাকা থেকে আটক করা হয়।

পরিবহন শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় রুমেল ও শওকত নামে ওই দুই ব্যক্তি প্রভাব দেখিয়ে পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। তারা গাবতলী থেকে বগুড়াগামী লোটন, আলম, এ আলম, ঝটিকা ও এসএম নামে প্রায় অর্ধশত পরিবহন থেকে প্রতিদিন একশ টাকা চাঁদা আদায় করতেন।

আজ সকালেও চাঁদা আদায় করতে এলে পরিবহন শ্রমিকরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

তারা আরও অভিযোগ করেন, আটকেরা স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভূইয়ার স্বজন আজগর নামে এক ব্যক্তির পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, সকালে বাইপাইল এলাকায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে পরিবহন শ্রমিকরা রুমেল ও শওকত নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তিরা বিভিন্ন সময় বাইপাইল এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিল বলেও অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রিজাউল হক দিপু বলেন, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

ঢাকাটাইমস/০৪মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :