আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ‘ছিনতাই’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ১৬:৩২

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ বোরহান উদ্দিন আহমেদের মনোনয়ন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। শেখ বোরহান উদ্দিন আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি।

এ ঘটনায় শেখ সানি নামে একজনকে মারধর করেন মনোনয়ন ছিনতাইকারীরা।

শেখ বোরহান উদ্দিন জানান, ‘তিনি অসুস্থ হওয়ায় মোগড়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাপরাধী মোবারক হোসেনের মামলার অন্যতম সাক্ষী আবদুল হামিদ ভূইয়াকে তার মনোনয়নপত্রটি জমা দেয়ার জন্যে পাঠান। দুপুর পৌনে ১টার দিকে ইউএনও’র কার্যালয় থেকে তার মনোনয়নপত্রটি ছিনতাই করে নেয়া হয়।’

এ ঘটনায় তিনি আওয়ামী লীগ প্রার্থী আবুল কাশেম ভূইয়া ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলকে দায়ী করেন। বলেন, ‘তাদের লোকজনই এঘটনা ঘটিয়েছে।’

স্বতন্ত্র প্রার্থী বোরহানের মনোনয়ন নিয়ে যাওয়া আবদুল হামিদ ভূইয়া জানান, ‘তিনি সেখানে পৌঁছে দেখেন আওয়ামী লীগ প্রার্থী আবুল কাশেম ভূইয়া ১৫/২০ জন লোক নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিচ্ছেন। এরা বেরিয়ে যাওয়ার পর তিনি মনোনয়ন জমা দেবেন বলেন সহকারী রিটার্নিং অফিসারের পাশের একটি কক্ষে বসে অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে প্রস্রাব করতে কয়েক মিনিটের জন্যে বের হন তিনি। এসময় তিনি মনোনয়নপত্র ভর্তি ব্যাগটি তার সঙ্গী শেখ সানির কাছে রেখে যান। এই ফাঁকে ৫/৭ জন এসে সানিকে মারধর করে মনোনয়নপত্রের ব্যাগটি ছিনিয়ে নেয়।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জামান ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন, ‘কারা নিয়েছে তা আমি জানি না। পুলিশ এসেছে, আমরা তদন্ত করছি।’

(ঢাকাটাইমস/৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :