খালেদাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার নির্দেশ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ১৭:২০

উচ্চ আদালতের নির্দেশনা এবং জেল কোড অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

নাইকো দুর্নীতির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান সোমবার এ আদেশ দেন।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ৯নং বিশেষ জজ আদালতে খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসার আবেদনের ওপর শুনানি করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। রবিবার এই শুনানি হলেও বিচারক আদেশ দেন সোমবার। শুনানির সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

চিকিৎসার বিষয়ে শুনানিতে মাসুদ তালুকদার বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। হাইকোর্ট খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশ দিয়েছেন। খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসার বিষয়ে বলেছেন। গত ২৭ ফেব্রুয়ারি গ্যাটকো মামলায় খালেদা জিয়াকে বকশী বাজারের আদালতে হাজির করা হয়। তাকে গাড়ি থেকে নামানোর সময় তিনি পড়ে যচ্ছিলেন। ওই দিন দুই নারী পুলিশ না ধরলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।’

আইনজীবী বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। আদালতে দীর্ঘ সময় বসে থাকা, বসে মামলা অবলোকন করা তার সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার প্রয়োজন। আমরা তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসার আবেদন করছি।’

তখন বিচারক বলেন, চিকিৎসার বিষয়ে আপনাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন। এর বাইরে কি আমার যাওয়ার এখতিয়ার আছে?

তখন মাসুদ তালুকদার বলেন, হাইকোর্টের নির্দেশের পর সরকার বোর্ড গঠন করে দিয়েছে। তাদের প্রতি আস্থা আনা কঠিন। ব্যক্তিগত চিকিৎসকের কাছে সব কিছু বলতে পারবেন তাদের কাছে কি সব কিছু বলা সম্ভব। আমরা ব্যক্তিগত প্যানেল দিয়ে তার চিকিৎসকের আবেদন করেছি।’

এরপর বিচারক দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকে এ বিষয়ে বলতে বলেন। তখন মোশাররফ হোসেন কাজল বলেন, ‘জেল কোডের বাইরে তো আমরা যেতে পারি না।’ চিকিৎসার বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান। এরপর সোমবার এ আদেশ প্রকাশ করে আদালত।

আদেশে বিচারক উল্লেখ করেন, খালেদা জিয়াকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা আদালতের নির্দেশনা মতে মনোনীত হয়েছেন এবং আসামি কী অবস্থায় ও কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত চিকিৎসক পেতে পারেন তাও হাইকোর্ট কর্তৃক সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। যেহেতু ওই মেডিকেল বোর্ড কর্তৃক আসামিকে চিকিৎসাকে প্রদানের বিষয়টি চলমান সেহেতু উচ্চ আদালতের নির্দেশনার বাইরে আসামির দরখাস্তের মতে কোন চিকিৎসক বা তার ব্যক্তিগত চিকিৎসক দ্বারা চিকিৎসা করানোর নির্দেশনা প্রদানের কোনো আইনগত সুযোগ বা এখতিয়ার এ আদালতের নেই। সঙ্গত কারণে খালেদা জিয়ার পক্ষে তার চিকিৎসা সংক্রান্ত আবেদন নথিভুক্ত করা হলো। আর ২০১৮ সালের ৪ অক্টোবর হাইকোর্টের রায়ের নির্দেশনা মতে এবং জেল কোড অনুযায়ী খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করার/অব্যাহত রাখার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হলো।

(ঢাকাটাইমস/০৪মার্চ/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :