‘মাদক ছাড়লে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ’

ব্যুরো প্রধান, ময়মনসিংহ, ঢকা টাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ১৭:২৭

মাদক কারবারি ও তাদের গডফাদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেছেন, ‘মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে গত এক বছরের বেশি সময় ধরে ব্যবস্থা নিচ্ছি। তবে কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাকে সেই সুযোগ দিয়েছি এবং দেবো।’

সোমবার দুপুরে ময়মনসিংহের পুলিশ অফিসার মেস থেকে একযোগে ১১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

কক্সবাজারের মত অন্য জেলায়ও আত্মসমর্পণ অনুষ্ঠান করা হবে উল্লেখ করে আইজিপি বলেন, ‘যারা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট, তাদেরকে সরকার সুযোগ দিয়েছে। তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, সে সুযোগটি পাবেন। আর যদি স্বাভাবিক অবস্থায় না আসেন, তাহলে আইনের কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। এটি চলমান থাকবে, যতদিন পর্যন্ত আমরা জয়ী না হব।’

জঙ্গিবিরোধী অভিযান থেমে নেই জানিয়ে তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা বাংলাদেশকে নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই।’

পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ জেলা ও রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আইজিপি। সন্ধ্যায় জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পুলিশ পরিবারের কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

(ঢাকাটাইমস/০৪মার্চ/ব্যুরো/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :