আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ১৭:৩৭

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাউস এবং স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম মনোনয়নপত্র জমা দেয়ার সময় পাল্টাপাল্টি মিছিল বের করে। এ সময় মিছিল দুটি বাসাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বাসইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম বলেন, ‘কেন্দ্র যেহেতু সবার জন্য নির্বাচন উন্মুক্ত করেছে। সে কারণেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিই। মনোনয়নপত্র জমা দেয়ার জন্য যাওয়ার সময় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মতিয়ার রহমান গাউস পক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমার পাঁচজন কর্মী আহত হয়েছে। আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাউস বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় কাজী অলিদের লোকজন আমার সমর্থিত কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ১০ থেকে ১৫ জন কর্মী আহত হয়েছে। ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাসস্ট্যান্ডে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম তুহীন আলী বলেন, ‘আওয়ামী লীগের দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার জন্য মিছিল নিয়ে বের হয়। এসময় দুই পক্ষের মিছিলটি বাসাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।’

(ঢাকাটাইমস/৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :