চ্যানেল নাইনে সংবাদ বাদ, চলবে খেলা-বিনোদন

প্রকাশ | ০৪ মার্চ ২০১৯, ১৮:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এপ্রিল থেকে আর কোনো সংবাদ সম্প্রচার করবে না বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। তবে খেলাধুলা ও বিনোদনসংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচার করবে চ্যানেলটি। এজন্য সংবাদ বিভাগের কর্মকর্তাদের ৯০ দিনের মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেবে চ্যানেলটির কর্তৃপক্ষ।

চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়। রবিবার রাতে ওই চিঠিটি পেয়েছেন বলে চ্যানেল নাইনের সংবাদ বিভাগের কয়েকজন সাংবাদিক নিশ্চিত করেছেন।

হেড অব নিউজসহ বার্তা বিভাগের সব কর্মীর উদ্দেশ্যে জারি করা চিঠিতে উল্লেখ করা হয়, এতদ্বারা চ্যানেল নাইনের বার্তা বিভাগে কর্মরত সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা দীর্ঘদিন যাবত চ্যানেল নাইনে অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন, যা চ্যানেল নাইনের ভাবমূর্তি বিভিন্নভাবে বৃদ্ধি করেছে। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ শুধু জেনারেল ইন্টারটেইনমেন্ট এবং স্পোর্টস সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ২৮ মার্চ থেকে চ্যানেল নাইনে খবর সম্প্রচারসহ বার্তা বিভাগে সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বার্তা বিভাগে কর্মরত সব সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দানের নোটিশ প্রদান করা হলো, যা আজ হতে ৯০ দিনের মধ্যে কার্যকর হবে।

ঢাকাটাইমস/০৪মার্চ/ডিএম