লেবাননে ওয়াজ মাহফিল

ওয়াসিম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ১৯:৫৯

লেবাননে অবস্থিত প্রবাসী ভাইবোনদের প্রাণের সংগঠন আল-মোশাহিদ ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে লেবাননের দেড় লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল হয়েছে।

রবিবার স্থায়ীয় সময় বিকাল ৩টায় বৈরুতের পার্শ্ববর্তী এলাকা শুয়াইফাতের জামেয়া ফেরদৌসের সামনে একটি ময়দানে এই দোয়া মাহফিল হয়।

আল-মোশাহিদ ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলমগীর চোকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জবরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাওয়াতুল ইসলাম মাদ্রাসা লেবাননের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া ইউনুসিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. এসহাক।

বিশেষ বক্তা ছিলেন, ঢাকার রশিদবাগ মোহাম্মদিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম, দাওয়াতুল ইসলাম মাদ্রাসা লেবাননের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, হাফেজ বনী আমিন, মাওলানা মোস্তফা কামাল, প্রবাসী ভাইবোন সংগঠনের সভাপতি আতাউর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন- মকবুল হোসেন, আলমগীর হোসেন, শরিফুল ইসলাম, লেবানন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, লেবানন বিএনপির সাবেক সভাপতি মানিক মোল্লা, দাওয়াতুল ইসলাম মাদ্রাসার অর্থ সম্পাদক ফারুক হোসেন, আল-মোশাহিদ ইসলামি সমাজ কল্যাণ পরিষদের মো. ইউনুস, জসিম, আনোয়ার চোকদার, আব্দুস শহিদ, মারুফ মোল্লা, কাউসার আলম। মাহফিলে বক্তারা বলেন, লেবাননে কিছু বিপথগামী প্রবাসীদের জন্য বাংলাদেশি প্রবাসীদের অর্জিত সুনাম দিন দিন ক্ষুণ্ন হচ্ছে। সকল পাপাচার, মিথ্যাচার, সকল প্রকার অন্যায় করা থেকে প্রবাসীদের বিরত থাকতে হবে।

বক্তারা বিশেষ করে নারী শ্রমিকদের সতর্কতার সাথে চলার আহবান করেন। দেশের বদনাম হয়, এমন কাজ না করার অনুরোধ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্য মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ আমরা যারা প্রবাসে আছি, তারা অনেক সময় অনেক হয়রানির স্বীকার হচ্ছি। বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন থাকবে যে, যেন কোন প্রবাসী ভাইবোনদের হয়রানির স্বীকার হতে না হয়, সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য।’ মাহফিলে ঢাকার চকবাজারের অগ্নিদগ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

(ঢাকাটাইমস/৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :