বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ হচ্ছে পাকুন্দিয়ায়

প্রকাশ | ০৫ মার্চ ২০১৯, ১৬:০৬

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ৪৩ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তার প্রতিকৃতি নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে প্রায় সাত লাখ টাকা ব্যয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এ প্রতিকৃতি নির্মাণ কাজ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে ও তার স্মৃতি রক্ষার্থে এ প্রতিকৃতি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও এ উপজেলায় বঙ্গবন্ধুর কোন প্রতিকৃতি না থাকায় দীর্ঘদিন ধরে অস্থায়ী প্রতিকৃতি তৈরি করে শ্রদ্ধা প্রদর্শন করা হতো। সে দিকটা বিবেচনা করে উপজেলা সমাজসেবা চত্বরে স্থায়ীভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করা হচ্ছে। এতে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যেমন বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে, তেমনি বিভিন্ন দিবসে এ প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন করা যাবে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী। আশা করছি, এদিন বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদশর্নের মাধ্যমে এ প্রতিকৃতির উদ্বোধন করতে পারব। তাই দ্রুত এর নির্মাণ কাজ চলছে।’

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)