শেষ হলো চার দিনের সুকান্ত মেলা

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৯, ১৬:২৯

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেষ হলো চার দিনব্যাপী সুকান্ত মেলা।

শুক্রবার থেকে উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের কবির পৈত্রিক ভিটায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ মেলা শুরু হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক শান্তি মনি চাকমা প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন।

সোমবার গভীর রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত তরুণ কবিদের কবিতা আবৃত্তির মধ্যদিয়ে মেলা শেষ হয়। প্রত্যেক কবির কন্ঠে ধ্বনিত হয় অসাম্প্রদায়িক দেশ ও অহিংস সমাজ গড়ার বিভিন্ন কবিতা। অনেকে আবার আবৃত্তি করেন মানবতাবাদী বিভিন্ন কবিতা। তারা সুকান্তের মত অসম্প্রদায়িক চিন্তা-চেতনা থেকে বাংলাদেশ গড়ার অঙ্গিকার করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলা উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, কবি সুকান্তকে নিয়ে যারা চর্চা করে তাদের এ মেলায় আগামীতে আমন্ত্রণ জানানো হবে। যাতে মেলায় আগত শিক্ষার্থী ও দর্শনার্থীরা সুকান্ত সম্পর্কে জানতে পারে। এই মেলার মাধ্যমে আমরা কিছুটা হলেও কবি সুকান্তকে বাঙালি জাতির কাছে তুলে ধরতে পেরেছি। আগামী বছরও ১ থেকে ৪ মার্চ পর্যন্ত কবির বাড়িতে মেলা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :