কালকিনিতে মেয়রের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৯, ১৯:১০

মাদারীপুরের কালকিনিতে সরকারি জায়গায় স্থানীয় মেয়রের নির্মিত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডের প্রশিকা অফিসের সামনে সড়ক বিভাগের জমিতে ব্যক্তিগতভাবে একটি মার্কেট নির্মাণ করেন পৌরসভার মেয়র এনায়েত হোসেন। সেখানে ২০টির মতো দোকান গড়ে তোলেন মেয়র। তাকে সড়ক বিভাগ থেকে এ বিষয়ে নোটিশ করলেও তিনি তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান।

পরে জেলা সড়ক বিভাগের অভিযোগের ভিত্তিতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিলের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে জমি দখলমুক্ত করা হয়।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিল সাংবাদিকদের জানান, সড়ক বিভাগের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করায় তা ভেঙে দেয়া হয়েছে।

এ বিষয় জানতে মেয়র এনায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৫মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :