অবৈধভাবে এলপি গ্যাস মজুদের অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৯, ২০:০৬

বরিশালে অবৈধভাবে এলপি গ্যাস মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নগরীর বটতলা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, বটতলা বাজারের শরীফ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় লাইসেন্সের শর্তানুযায়ী ওই ডিলার সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুদ করতে পারেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের মালিক নুরুল আলম তার গোডাউনে দুই শতাধিক এলপি গ্যাসের সিলিন্ডার মজুদ রেখেছেন। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত এই প্রতিষ্ঠানের মালিক নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছে।

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :