মুক্তিযোদ্ধার দাফনে বাধা, সড়ক অবরোধ

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৯, ২০:১৪

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা হজরত আলীর লাশ দাফনে বাধা দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা ও মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার কাশিগঞ্জ বাজারে এ বিক্ষোভ হয়।

মুক্তিযোদ্ধা হজরত আলী ভোর চারটার দিকে মারা যান।

ঘটনাস্থলে থাকা মুক্তিযোদ্ধা সুরুজ আলী জানান, ‘বিকাল ৩টায় জানাজা ও গার্ড অব অনার শেষে মৃত মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য কবর খুঁড়তে যাওয়া হয়। এসময় বাধা দেন স্থানীয় ব্লক সুপারভাইজার আ. গনি ওরফে ভিএস গনি। বাধা পেয়ে মৃত হজরত আলীর স্বজন, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী লাশ নিয়ে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বিকাল ৩টায় অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।’

এদিকে লাশ দাফন নিয়ে জটিলতার খবর পেয়ে তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে আশ্বাস দেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

সুরুজ আলী আরও জানান, ‘বিএস গনি দীর্ঘদিন ধরে হজরত আলীর জমি বেদখল করে রেখেছে। আদালতে দুবার ডিগ্রি পেলেও হজরত আলী জমির দখল পাননি। কাশিগঞ্জ বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন মৃত হজরত।’

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন এসেছে। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :