মুক্তাগাছায় কোটি টাকার চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ১০:৪৩ | আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১৫:০৯

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বাড়ি থেকে চোরাই বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর এলাকায় স্বপ্নীল বার্ড পার্ক নামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

উদ্ধার তারের মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে মুক্তাগাছা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন জানান, গোপনে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ অভিযান চালিয়ে ১০৪ ড্রাম তার উদ্ধার করে। বিভিন্ন স্থানে চুরি হওয়া পল্লী বিদ্যুৎ বিভাগের এই তারের মূল্য প্রায় কোটি টাকা।

এই তার দিয়ে প্রায় হাজার কিলোমিটার বিদ্যুতায়ন সম্ভব বলে তিনি জানান।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, তার উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/০৬মার্চ/ওআর