ডর্টমুন্ডকে বিদায় করে শেষ আটে টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১০:৪৯

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে গত রাতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। প্রথম লেগের ম্যাচে টটেনহ্যাম জিতেছিল ৩-০ গোলে। সুতরাং, দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে টটেনহ্যাম।

মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হয় ডর্টুমুন্ডের ঘরের মাঠ ওয়েস্টফালেনস্ট্যাডিওনে। ম্যাচটিতে অবশ্য বল দখলের লড়াইয়ে ডর্টমুন্ড এগিয়ে ছিল। ৬৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে ডর্টমুন্ড। ৩৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে টটেনহ্যাম। ডর্টমুন্ড টার্গেটে শট নেয় ৭টি। আর টটেনহ্যাম টার্গেটে শট নেয় ১টি।

ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮তম মিনিটে গোল করে টটেনহ্যামকে ১-০ গোলে এগিয়ে দেন হ্যারি কেন। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

(ঢাকাটাইমস/৬ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :