মাইক নিয়ে ছবির প্রচারে তাহসান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১০:৫৬ | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১০:৫১

একটা সময় ঢাকাসহ সারা দেশে মাইকিং করে সিনেমার প্রচার চালানো হতো। যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিনেপ্রেমী দর্শকরা খবর পেতেন কোন হলে কবে থেকে কোন সিনেমা চালানো হচ্ছে। সেসব সিনেমায় নায়ক-নায়িকাদের নামও মাইকিং করে জানিয়ে দেয়া হতো। তবে বর্তমানে প্রচার চলে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। রাস্তায় ঘুরে মাইকিং এখন আর চোখে পড়ে না।

কিন্তু পুরনো সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনলেন গায়ক ও নায়ক তাহসান রহমান খান। মঙ্গলবার বিকালে সবাইকে অবাক করে রিকশা ও হাতে মাইক্রোফোন নিয়ে তিনি নেমে পড়েন রাজধানীর শাহবাগের রাস্তায়। ঘুরে বেড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা। রিকশার উপরে বাধা একটি মাইক। উদ্দেশ্য তার কেরিয়ারের প্রথম সিনেমা ‘যদি একদিন’-এর প্রচার চালানো।

মাইক্রোফোন হাতে তাহসানকে বলতে শোনা যায়, ‘আসিতেছে। আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনাদের পছন্দের চলচ্চিত্র ‘যদি একদিন, ‘যদি একদিন’, ‘যদি একদিন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো লোকারণ্য একটি জায়গায় তাহসানের এমন প্রচারণা বেশ উপভোগ করেন উপস্থিত জনতা। নায়কের ঐতিহ্যবাহী এই প্রচারণায় সঙ্গে ছিলেন সিনেমাটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

পুরনো স্টাইলে এই প্রচারণা সম্পর্কে তাহসানের বক্তব্য, ‘ছবি মুক্তির আগে সাধারণ মানুষের আগ্রহ কীভাবে বাড়ানো যায় সেই উপায় খুঁজছিলাম। দলের ফটোগ্রাফার রিয়াজ মাইকিং করার পরামর্শ দেন। তিনি বলেন, যদি ঘটা করে এই কাজটা করা যায় তাহলে দারুণ হবে। তখন আমি বললাম, কাজটি তো আমি নিজেই করতে পারি। মনে হলো, এটা পুরনো ঐতিহ্য, মানুষকে আকৃষ্ট করবে।’

নায়কের মতে, এমন প্রচারণায় সুবিধা হয়েছে। কিছুক্ষণ পরপর রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ ছবি তুলছে। ছবিটি সম্পর্কে তারা জানতে আগ্রহী হয়েছে। সব মিলিয়ে পুরো ব্যপারটা ছিল উৎসবমুখর। দলের সবাই নাচানাচি করছিল। বাদ্যযন্ত্রের দলও ছিল। চেষ্টা করেছি, যাতে শব্দদূষণ কম হয়। তাই মাইক নিয়ে প্রচারণা বেশিক্ষণ চালাইনি। দুই ঘণ্টার মতো মাইকিং করেছি।’

কেরিয়ারের প্রথম সিনেমা ‘যদি একদিন’-এ তাহসান নায়িকা হিসেবে পেয়েছেন ওপার বাংলার সুপারস্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা তাসকিন রহমানও। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, রাইসা, মিলি বাশারসহ অনেকে। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে সিনেমাটি সারা দেশের ৩০টি গ্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঢাকাটাইমস/৬মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :