চ্যাম্পিয়ন্স লিগে রাতে মুখোমুখি পিএসজি-ম্যানইউ

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ১২:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় লেগের ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। পিএসজির ঘরের মাঠ পার্ক ডেস প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল পিএসজি। তারপরও এই ম্যাচে ঘরের মাঠে খেলবে তারা। সুতরাং, এই ম্যাচে পিএসজিকেই ফেভারিট হিসাবে ধরা হচ্ছে। তাছাড়া পিএসজি তারকা এডিনসন কাভানি ইনজুরির কারণে প্রথম লেগের ম্যাচে না খেলতে পারলেও এখন তিনি ফিট। সবকিছু ঠিক থাকলে আজ মাঠে নামবেন তিনি।

অন্যদিকে, এই ম্যাচে মূল তারকা পল পগবাকে পাচ্ছে না ম্যানইউ। কারণ প্রথম লেগের ম্যাচ পগবা লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। আবার হাঁটুর ইনজুরির কারণে আলেক্সিস সানচেজকেও পাবে না ম্যানইউ।

অন্য ম্যাচে পর্তুগীজ ক্লাব পোর্তোর মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব রোমা। এই ম্যাচে স্বাগতিক পোর্তো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল রোমা।

(ঢাকাটাইমস/৬ ফেব্রুয়ারি/এসইউএল)