মনসুর-মোকাব্বিরকে আগাম শুভেচ্ছা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৫:২৭

শপথ নিয়ে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গণফোরামের দুই নেতা সুলতান মনসুর এবং মোকাব্বির খানকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে জানাতে বুধবার সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে হানিফ একথা বলেন।

একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুই সদস্য বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নিতে চলেছেন। এ বিষয়ে হানিফ বলেন, ‘তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তারা তাদের ভোটারদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।’

‘যারা এখনও শপথ নেওয়ার সিদ্ধান্ত নেননি তাদেরও ভোটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ নেওয়ার আহ্বান জানাই। তারা ভোটারদের ভোটের মূল্যায়ন করবেন বলে আমি আশা প্রকাশ করি।’

‘খালেদার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষের’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হলেও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিএনপির।

এ প্রসঙ্গে হানিফ বলেন, ‘আমরা একটা বিষয়ে খুব হতাশ হয়েছি, যখন এই রেফারেন্স দেওয়া হয় কাদেরকে বিদেশে পাঠানো হয় আর খালেদার চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলছেন, এটা অত্যন্ত দুঃখজনক।’

‘ওনার (কাদের) যে অসুস্থতা সেটা সংকটাপন্ন ছিল এবং সকল চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে পাঠানো হয়েছে। এখানে ওনার চিকিৎসার সর্বোচ্চ পর্যায় নেওয়ার পরও ডাক্তাররা জানিয়েছিলেন, এখানে ওনার যে চিকিৎসা দরকার ছিল সেটা শেষ করার পর ওনাকে পাঠানো হয়েছে। আমি এ বিষয়ে তুলনা করতে চাই না।’

হানিফ বলেন, ‘আর খালেদার চিকিৎসার বিষয়ে কারা কতৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। তারা যেটা ভালো মনে করে সেটাই করবেন। কারাগারের অধীনে সুচিকিৎসার জন্য কখন কাকে কোথায় পাঠানো হবে সেটার সিদ্ধান্ত নিবেন কারা কতৃপক্ষ। এক্ষেত্রে সরকারের বা রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুর সবুর প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৬মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :