বিজিবিরি বিরুদ্ধে মামলা গ্রহণের শুনানি পেছাল

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৬:২১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় আদালতে যে এজাহার দায়ের করা হয়েছে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না এর শুনানির তারিখ পিছিয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান ছুটিতে থাকায় তারিখ পেছানো হয়।

বুধবার দুপুরে বিচারক মারজিয়া খাতুন শুনানির জন্য ১২ মার্চ নতুন তারিখ ধার্য করেন।

গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও হরিপুরের বহরমপুর গ্রামবাসীর ওপর এলোপাথারি গুলি চালায় বিজিবি। এতে শিশুসহ তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।

নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই আব্দুল বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদসহ ছয় বিজিবি সদস্যের নামে আদালতে তিন মামলা করেন। মামলাগুলো গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদেশ দিতে ৬ মার্চ তারিখ নির্ধারণ করা হয়।

আগামী ১২ মার্চের শুনানিতে এই এজাহার মামলা হিসেবে গ্রহণ হবে কি না তা নির্ধারণ হবে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।

(ঢাকাটাইমস/০৬মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :