চেয়ারম্যান পদে শাহজাদপুরে ত্রিমুখী লড়াই

রানা আহমেদ, সিরাজগঞ্জ
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৬:৫০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ১০ মার্চের নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে, যেটিতে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ভোটাররা।

চেয়ারম্যান পদে স্ব স্ব দলীয় প্রতীকে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা জাসদের সভাপতি শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনজন চেয়ারম্যান প্রার্থীই নিজ নিজ কৌশলে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ভোট উৎসব ঘিরে সরগরম উপজেলার আনাচে-কানাচের চায়ের দোকান থেকে শুরু করে ক্ষেত খামার পর্যন্ত।

একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের এ উপজেলার মোট ভোটার ৪ লাখ ১ হাজার জন। ১৩৯টি ভোটকেন্দ্রে ভোট দেবেন তারা।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আজাদ রহমান বলেন, ‘উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য হবে। বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আমি আশাবাদী। পুনরায় বিজয়ী হলে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় শাহজাদপুরকে মাদক-দুর্নীতিমুক্ত ও দেশের সেরা উপজেলায় পরিণত করবো।’

জাসদের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শফিকুজ্জামান শফি বলেন, ‘নির্বাচন যদি স্বচ্ছ হয়, জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। নির্বাচিত হলে শাহজাদপুর শহরসহ প্রতিটি গ্রামকে আধুনিকায়ন করবো। মানুষ যেন গ্রামে বসে শহরের সেবা পান, সেদিকে খেয়াল রাখবো। দুর্নীতিমুক্ত শাহজাদপুর গড়বো।’

জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন বলেন, ‘এ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ হয়, জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে আমি রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবো। বিজয়ী হলে শাহজাদপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।’

(ঢাকাটাইমস/০৬মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :