‘জনগণকে বিভ্রান্তি করাই বিএনপি-জামায়াতের কাজ’

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৭:১৩

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করে রেলব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল- মানুষকে বেকার করে দিয়েছিল। পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া তারা কিছুই করতে পারেনি।’

বুধবার মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কমিউনিটি সেন্টারে এক আনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নির্মাণাধীন পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধার চেক প্রদান কার্যক্রমের উদ্বোধনও করেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ করছে। প্রতিটি জেলায় রেলসংযোগের উদ্যোগ নিয়েছে। পদ্মাসেতু বাস্তাবায়ন হলে দেশের জিডিপিতে দুই শতাংশ ও রেলপরিকল্পনা বাস্তাবায়নের মাধ্যমে এক শতাংশ যুক্ত হবে।’

তিনি বলেন,‘আগামী ২০ কিংবা ৪০ সাল নয়- ডেলটা পরিকল্পনার মাধ্যমে এক শত বছর পরের বাংলাদেশকে আমরা কোন পর্যায় দেখতে চাই তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুষ্টিয়া-১ আসনের সাংসদ এ কে এম সারওয়ার জাহান বাদশা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম।

প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :