ডিপিএলের প্রথম পর্বের সূচি

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ১৭:৪০ | আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১৯:৪৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ৮ মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। বুধবার টুর্নামেন্টটির প্রথম পর্বের ১৮টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার শুরুর দিনে মাঠে গড়াবে তিনটি ম্যাচ। তিনটি ভিন্ন মাঠে বাংলাদেশ সময় সকাল ৯টায় তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গেলবারের চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

দিনের অন্যম্যাচে ফতুল্লার খান সাহেব উসমান আলি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে জামাল ধানমন্ডি ক্লাবের মোকাবেলা করবে উত্তরা স্পোর্টিং ক্লাব। আর বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন।

এক নজরে প্রথম ১৮ ম্যাচের সময়সূচি:

৮ মার্চ: আবাহনী লিমিটেড-বিকেএসপি (মিরপুর)

৮ মার্চ: শেখ জামাল-উত্তরা স্পোর্টিং (ফতুল্লা)

৮ মার্চ: লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন (বিকেএসপি-৩)

 

৯ মার্চ: প্রাইম দোলেশ্বর-শাইনপুকুর (ফতুল্লা)

৯ মার্চ: খেলাঘর-প্রাইম ব্যাংক (মিরপুর)

৯ মার্চ: গাজী গ্রুপ ক্রিকেটার্স-মোহামেডান স্পোর্টিং (বিকেএসপি-৩)

 

১১ মার্চ: আবাহনী-উত্তরা (ফতুল্লা)

১১ মার্চ: শেখ জামাল-ব্রাদার্স (মিরপুর)

১১ মার্চ: রূপগঞ্জ-শাইনপুকুর (বিকেএসপি-৩)

 

১২ মার্চ: প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক

১২ মার্চ: খেলাঘর-মোহামেডান (মিরপুর)

১২ মার্চ: গাজী গ্রুপ-বিকেএসপি (ফতুল্লা)

 

১৪ মার্চ: আবাহনী-ব্রাদার্স (মিরপুর)

১৪ মার্চ: শেখ জামাল-শাইনপুকুর (ফতুল্লাহ)

১৪ মার্চ: রূপগঞ্জ-প্রাইম ব্যাংক (বিকেএসপি-৩)

 

১৫ মার্চ: প্রাইম দোলেশ্বর-মোহামেডান (মিরপুর)

১৫ মার্চ: খেলাঘর-গাজী গ্রুপ (বিকেএসপি-৩)

১৫ মার্চ: উত্তরা-বিকেএসপি (ফতুল্লা)

(ঢাকাটামইমস/৬ মার্চ/এইচএ)