ঢাকা বারে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ বৃহস্পতিবার

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৮:০৫
ফাইল ছবি

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সনের কার্যকরী কমিটির নির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পরে ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে ভোট গণনার পর ফলাফল ঘোষণা হবে।

দুই দিনব্যাপী এ নির্বাচনে এর আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গত ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য থাকলেও ওইদিন ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন থাকায় তা স্থগিত করা হয়। পরে গত মঙ্গলবার সমিতির সাধারণ সভার মাধ্যমে বৃহস্পতিবার ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়।

প্রথম দিন ১৭ হাজার ৮৯৭ জন আইনজীবী ভোটারের মধ্যে চার হাজার ৬৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে মোট ২৭টি পদের মধ্যে ৫৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন।

নির্বাচনে নীল প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে সাদা প্যানেলে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান খান রচি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৩টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জায়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়লাভ করে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :