ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যায় গৃহকর্মী রেশমার স্বীকারোক্তি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৮:২৮
গৃহকর্মী রুমা ওরফে রেশমা

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় আরেক গৃহকর্মী রুমা ওরফে রেশমাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের কাছে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিন এই আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ২৭ ফেব্রুয়ারি রেশমাকে মিরপুর ১৩ নম্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলাটিতে গত ১৬ ফেব্রুয়ারি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা এবং গৃহকর্মীদের যোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ২০ ফেব্রুয়ারি স্বপনা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর এবং রুনু বেগমকে রিমান্ডের পর কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, ১০ ফেব্রুয়ারি আসামিরা পরস্পর যোগসাজসে মাহফুজা চৌধুরী পারভীনকে একা পেয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ২০ ভরি স্বর্ণ (মূল্য ১০ লাখ টাকা) , একটি মোবাইল ফোনসহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।

নিহত মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

(ঢাকাটাইমস/০৬মার্চ/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :