মাইক্রোবাসে মিলল ১৯ হাজার পিস ইয়াবা

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ১৯:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাইক্রোবাসের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হলেও বুধবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংস্থাটি।

এ ঘটনায় দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আইয়ুব আলী ও আব্দুস সোবাহান।

র‌্যাব-২ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ইয়াবা রাজধানীতে প্রবেশ করছে। এমন খবরে নিউমার্কেট এলাকায় অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। এসময় মাইক্রোবাস তল্লাশি করে সিটের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে নগদ নয় হাজার টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। ইয়াবাগুলো কামরাঙ্গীরচর এলাকায় এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজধানীতে ইয়াবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে তা এনে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করত। এর আগেও অভিনব পদ্ধতিতে বেশ কয়েকটি চালান তারা এনেছে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এসএস/জেবি)