তবুও হাল ছাড়ছেন না রিয়াল কোচ

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ২০:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

টানা তিনবার শিরোপা জিতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাকে একপ্রকার নিজস্ব সম্পত্তিই বানিয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। সেই রিয়াল এবারের আসরে কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি।

গতকাল চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে আয়াক্সের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় গেল বারের চ্যাম্পিয়নরা। সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া ম্যাচটিতে ৪-১ গোলে হারে স্বাগতিকরা। তার আগে গত সপ্তাহে তিন দিনে দুইবার পরাজিত হয় চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। সবমিলিয়ে খুব বাজে সময়ই পার করছে ইউরো চ্যাম্পিয়নরা।

তবে দলের এমন বিপদের দিনে এখনই হাল ছেড়ে দিচ্ছেন না রিয়াল কোচ সোলারি। তার কথায়,‘এই কঠিন মুহূর্তে হাল ছেড়ে দিতে আমি ক্লাবে আসিনি। এই মৌসুম আমাদের জন্য কঠিন, কিন্তু কঠিন সময়ে মানসিক দৃঢ়তা দেখাতেই আমরা এখানে আছি।’

গততিন বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য রাখা রিয়ালকে নিয়ে তিনি বলেন,‘এই খেলোয়াড়রাই টানা তিন বছর ইউরোপের চ্যাম্পিয়ন ছিল। এখন তারা ছিটকে গেছে। এটা আসলে অনেক দুঃখজনক। এটার থেকে প্রমাণ করে যে ইউরোপিয়ান কাপ জেতা কতটা কঠিন।’

(ঢাকাটাইমস/৬ মার্চ/এইচএ)