ফরিদপুরে জাতীয় পাট দিবস পালিত

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ২১:১৩

‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

বুধবার দিবসটি পালনে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে মুজিব সড়ক ঘুরে জসিম উদ্দীন হলে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এসময় ফরিদপুর জেলা ব্র্যান্ডিং পাট এবং ব্র্যাডিং লোগো ‘সোনালী আঁশে ভরপুর ভালবাসি ফরিদপুর’-এর প্লাকার্ড হাতে প্রচার চালানো হয়।

র‌্যালি শেষে কবি জসিম উদ্দীন হলে পরিবেশবান্ধব পাটের নানামুখী ব্যবহার নিয়ে আলোচনা সভা হয়।

জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক আ. ছামাদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, কোতয়ালি আওয়ামী লীগ সভাপতি ও জেলা পাট চাষি সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, করিম গ্রুপ চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুখ্য পাট পরিদর্শক জিয়ারত আলী আকন্দ।

সভায় বক্তারা বলেন, ‘পাট পরিবেশবান্ধব। পাটের নানামুখী ব্যবহার রয়েছে। ফরিদপুরের পাট বিশ্বমানের। তাই পাট চাষিদের সরকারের পক্ষ থেকে খেয়াল রাখতে হবে। পাটের নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে।’

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :