ফরিদপুরে চার মাদক কারবারি আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ২১:৪৮

ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকালে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার রাতের বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়।

এসব অভিযানে ৫২ ক্যান বিদেশি ব্রান্ডের বিয়ার, তিন বোতল বিদেশি মদ, ২১৫টি ইয়াবা ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিপুল চন্দ্র দে জানান, গোপন সংবাদে ফরিদপুর ডিবি পুলিশের একাধিক টিম গত রাতে অভিযান চালায়। মধ্যরাতে শহরের রথখোলা এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব দাসের ঘর থেকে ৫২ ক্যান বিয়ার ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। চরকমলাপুর জোড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শামসুন্নাহারকে ১২ বোতল ফেনসিডিলসহ, ভাটিলক্ষ্মীপুর এলাকা থেকে রাব্বিকে ১৫টি ইয়াবাসহ ও টেপাখোলা এলাকা থেকে সুমন মাতুব্বরকে দুটি ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চারজন হলেন- ফরিদপুর শহরের রথখোলা এলাকার বিপ্লব দাস, সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর এলাকার শামসুন্নাহার, দুইনং কুঠিবাড়ি লক্ষ্মীপুর এলাকার শেখ মো. রাব্বি ও সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামের সুমন মাতুব্বর।

এদের সবার বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :