আবারো চট্টগ্রাম মেডিকেলে চালু হচ্ছে সিটিস্ক্যান সেবা

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ২৩:৩৭

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চার বছর বন্ধ থাকার পর সিটিস্ক্যান সেবা চালু হচ্ছে। ইতোমধ্যে নতুন মেশিনে পরীক্ষামূলক সেবা চালু করা হয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করা হবে। গত বছর নভেম্বরে হাসপাতালে নতুন সিটিস্ক্যান মেশিন আনা হলেও সেটি স্থাপনে প্রায় চার মাস সময় লাগে।

হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে গিয়ে দেখা গেছে, সেখানে পরীক্ষামূলক কিছু রোগীর সিটিস্ক্যান করানো হচ্ছে।

রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান ডা. সুভাষ মজুমদার জানান, ‘সেবা চালু হওয়াতে অনেক অসহায়-গরিব রোগী সুফল পাবে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, গড়ে প্রতিদিন ২০ থেকে ৩০ জন রোগীর সিটিস্ক্যান সেবা লাগে। দুই থেকে চার হাজার টাকায় হাসপাতালে এ সেবা পাওয়া গেলেও বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে তিন থেকে আট হাজার টাকা পর্যন্ত খরচ হয়। ফলে অসচ্ছল রোগীরা এ ব্যয় বহনে বিপাকে পড়েন।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, ২০০৬ সালে একটি মেশিন দিয়ে সিটি স্ক্যানসেবা চালু হয়। ২০১৪ সালের আগস্টে মেশিন নষ্ট হয়ে গেলে সেবা বন্ধ হয়ে যায়। এরপর গত বছর প্রায় সাত কোটি টাকা দামের জাপানি হিটাচি ব্র্যান্ডের নতুন মেশিনটি স্বাস্থ্য অধিদপ্তর চমেক হাসপাতালে বরাদ্দ দেয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, ‘নতুন মেশিন চালু হয়েছে। পাশাপাশি হাসপাতালে এখনো যেসব সেবা বন্ধ রয়েছে, সেগুলো চালুর জোর প্রক্রিয়া চলছে।’

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)