রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৮:১৫ | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৩:০৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গলতলিতে প্রতিপক্ষের গুলিতে গভীন চাকমা নামে একজন ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বঙ্গলতলির বি ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের গভীন চাকমা ওরফে চিক্কোধন (৩৮) বঙ্গলতলির শশধর চাকমার ছেলে। তিনি আঞ্চলিক দল ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার প্রধান সমন্বয়ক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাংগঠনিক দায়িত্ব নিয়ে বঙ্গলতলি এলাকায় অবস্থান করতেন গভীন। আজ সকালে তিনি সাংগঠনিক কাজে বের হয়েছিলেন। এ সময় ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে এবং ঘটনাস্থলে গভিনের মৃত্যু নিশ্চিত করে তারা পালায়।

ইউপিডিএফ রাঙামাটি জেলা সমন্বয়ক সচল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনার জন্য প্রতিপক্ষ জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস এমএন লারমা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজরুল আলম জানান, নিহত গাভীন ইউপিডিএফ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক রেষারেষিতে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :