কুষ্টিয়ায় স্ত্রী খুনে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ | ০৭ মার্চ ২০১৯, ১৩:২৮ | আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১৬:০৮

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকাটাইমস

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে বিজয় নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে আদালত। এছাড়া এক তরুণীকে ধর্ষণচেষ্টা মামলায় একই ব্যক্তির সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন।  রায় দেওয়ার সময় আসামি বিজয় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় স্ত্রী ববিতা খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের বাবা কালু মালিথা বাদী হয়ে বিজয়ের বিরুদ্ধে একটি মামলা করেন।

এছাড়া ২০১৩ সালের ২৪ জুন এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

স্ত্রীকে হত্যার দায়ে করা মামলাটিতে বিজয়ের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে ভেড়ামারা থানা পুলিশ।

রাষ্ট্রপক্ষের কৌশলি পাবলিক প্রসিকিউটর (পিপি) আকরাম হোসেন দুলাল জানান, দীর্ঘ শুনানি শেষে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি বিজয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া মামলাটিতে তার ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে ধর্ষণচেষ্টা মামলাটিতে তার সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।

দুটি আদেশ একইসঙ্গে চলতে থাকবে এবং ২০১৪ সালের অক্টোবর থেকে শুরু করে অদ্যাবদি আসামির হাজতবাস মোট কারাদণ্ড থেকে কর্তন হবে।

(ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/এমআর)