মনসুর ছলনাময়ী: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৬:০৫ | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৫:০৩
শপথ নিলেন সুলতান মনসুর

ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল বর্জন করলেও ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হওয়া সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় তাকে অঙ্গীকার ভঙ্গকারী ও ছলনাময়ী বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

৩০ ডিসেম্বরের ভোটে গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান সংসদ সদস্য নির্বাচিত হন। তারা শপথ নেবেন কি না, তা নিয়ে শুরু থেকেই ছিল দোটানা। গণফোরামের নির্বাচিতরা শপথ নেবেন না বলে শুরু থেকেই জানিয়ে আসছিলেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। তবে শপথ নেওয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছিল নির্বাচিত দুই সাংসদই। শপথ নিতে স্পিকারকে চিঠি দিলে স্পিকার তাদের সময় দিয়ে শপথের আমন্ত্রণ জানিয়েছিলেন।

বুধবার ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকের পর শপথ না নেয়ার ঘোষণা দেন মোকাব্বির খান। কিন্তু নিজের অবস্থানে অটল থেকে বৃহস্পতিবার শপথ নেন মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া সুলতান মনসুর।

সুলতান মনসুরের শপথের বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘রাজনীতিতে মানুষের সঙ্গে ছলনা করে, অঙ্গীকার ভঙ্গ করে শপথ নেয়ায় তিনি গণশত্রুতে পরিণত হবেন।’

কোনো নির্বাচনে পূর্ব রাতে ভোট বাক্সে ব্যালট ভরে দেওয়া আর বরদাস্ত করা হবে না বলে নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী যে বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলনে তার সমালোচনা করেন রিজভী। বলেন, ‘এই বক্তব্যের মানে হলো এখন নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন ব্যক্তিই বললেন- একাদশ সংসদ নির্বাচনের পূর্ব রাতে ভোট বাক্সে ব্যালট ভরে দেওয়া হয়েছিল।’

বিএনপির এই নেতা বলেন, ‘সংসদ নির্বাচনের দুই মাস ছয় দিন পর এই স্বীকারোক্তির জন্য নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কমপক্ষে বিবেকের তাড়নায় তিনি এই মহাসত্যটি স্বীকার করেছেন। এছাড়া গতকাল মহাজোটের শরিক একজন শীর্ষ নেতা বলেছেন-এবার রাতের বেলা নয়, দিনের বেলাতেই ভোট ডাকাতি হবে। এমনকি বিনা ভোটের নির্বাচনের হিড়িক শুরু হয়ে গেছে।’

রিজভী বলেন, ‘এখন নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারের শরিকরাও পর্যায়ক্রমে আগের রাতে ভোট ডাকাতির কথা অকপটে স্বীকার করছেন। কারণ জনগণের সামনেই আইন-শৃঙ্খলা বাহিনী মহাভোট ডাকাতির রাজধর্ম পালন করেছে। তাহলে ৩০ ডিসেম্বরের নির্বাচনের সময় তাদের মগজে কি কারফিউ জারি করা ছিল।’

নির্বাচন কমিশনকে অবিলম্বে নির্বাচনের ফল বাতিলের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘কমিশনকে বলবো-ইতিহাসের জঘন্য অপকীর্তি ঢাকতে অবিলম্বে নির্বাচনের ফল বাতিলের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন এবং নতুন নির্বাচনের তফসিল ঘোষণা দিন। আর সময়ক্ষেপণ করবেন না।’

খালেদা জিয়ার জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে অভিযোগ করে রিজভী বলেন, ‘বর্তমান ম্যান্ডেটবিহীন মিডনাইট ইলেকশনের সরকার খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা ভয়ংকর পর্যায়ে উপনীত হলেও তাকে ফেলে রাখা হয়েছে গুমোট স্যাঁতসেঁতে পরিত্যক্ত কারাগারে।’

প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনার মনের মতো নির্বাচন তো শেষ। এবার দেশনেত্রীকে মুক্তি দেন। তার বয়স এবং গুরুতর অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারামুক্ত করুন। কারণ বন্দিশালার চাবি আপনার হাতেই। তাকে সুচিকৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তির সুযোগ দিন।’

(ঢাকাটাইমস/০৭মার্চ/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :