ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ নিতে বললেন সুলতান মনসুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৫:২০ | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৫:১৬

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ঐক্যফ্রন্টের অন্য নির্বাচিতদেরও শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বেলা এগারোটায় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথবাক্য পাঠ করার পর এ আহ্বান জানান সাবেক এই আওয়ামী লীগ নেতা।

৩০ ডিসেম্বরের ভোটে কারচুপিসহ বেশ কিছু অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে আসছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত অমান্য করেই আজ শপথ নিলেন গণফোরামের স্থায়ী কমিটির সদস্য মনসুর।

শপথবাক্য পাঠ শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমি ছাড়া ঐক্যফ্রন্টের আরও যারা নির্বাচিত হয়েছেন। তারা সংসদে এসে জনগণের পক্ষে কথা বলুন।’

‘আমি জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে আমার সিদ্ধান্ত নিয়েছি। ঐক্যফ্রন্টের অন্যরা যা সিদ্ধান্ত নিয়েছেন, তারা তা নেবেন। তবে একটা কথা বলতে পারি, আমি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই এটা করেছি।’

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন শুরুতে তার দলের নির্বাচিত দুই নেতার শপথের বিষয়টিকে ‘ইতিবাচক’ হিসেবে দেখলেও পরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর সুর বদলে যায় তার।

মনসুর বলেন, ‘আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদ জেনে-বুঝেই শপথ নিয়েছি।’

ঐক্যফ্রন্টের গণশুনানির বিষয়ে এ নেতা বলেন, ‘আমরা ৮ জন জয়ী হয়েছি। বাকি ২৯২ আসনে তারা একটি মিছিলও বের করতে পারেনি। তারা জনগণকে সম্পৃক্ত করতে পারলে হয়ত আরও অনেকেই জয়ী হতে পারত।’

মনসুর বলেন, ‘আমার সংসদীয় এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। দীর্ঘ ১৮ বছর পর আমি এই সংসদ এলাকায় আসলাম। আগেও ১৯৯৬ সালে আমি সংসদ সদস্য ছিলাম।’

‘এই ১৮ বছরে দেশের রাজনীতির সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এমপি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে- আমার এলাকার জনগণের পক্ষে কথা বলা। সংসদ নির্বাচনে যখন অংশগ্রহণ করেছি স্বাভাবিক কারণেই সংসদে এসে কথা বলা বা সংসদে যোগদান করা হচ্ছে প্রথম কাজ।’

(ঢাকাটাইমস/০৭মার্চ/বিইউ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :