ময়মনসিংহে পিকনিক বাস উল্টে আহত অর্ধশত

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৫:৫৩

ময়মনসিংহের ফুলপুরে পিকনিকের বাস উল্টে কমপক্ষে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলার ফুলপুর-শেরপুর সড়কের মেন্দি মিয়ার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা একটি কিন্ডারগার্টেনের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের দেখতে যান ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার।

শেরপুর জেলার শ্রীবর্দী হাসান শাহরিয়ার কিন্ডারগার্টেনের ছোট-বড় প্রায় দেড়শ ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক দুটি বাসে করে বুধবার সকালে ঢাকা চিড়িয়াখানায় পিকনিকে যান। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা শিক্ষক বিকাশ বর্মন অভিযোগ করেন, ‘চালকের সহযোগী গাড়িটি চালাচ্ছিল।’

অভিভাবক আজিজুর রহমান বলেন, ‘বাসে প্রায় ৮০ জন যাত্রী ছিল। বাসটির চাকা পাংচার হয়ে যায়।’

ফুলপুর হাসপাতালের চিকিৎসক প্রাণেশ পন্ডিত জানান, ‘চিকিৎসা দেয়ার পর আহতদের সকলেই এখন শঙ্কামুক্ত।’

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :