বেতন কাঠানো ১১তম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৭:০২

জাতীয় বেতন কাঠানো ১১তম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পিটিআইয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষকদের দাবি নিয়ে বক্তব্য রাখেন- মোস্তাফিজুর রহমান, বিমল রায়, সৈয়দ মাহমুদুল হাসান, হেমায়েত হোসেন, অনিমা মণ্ডল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘সহকারী শিক্ষকরা এখন ১৪তম গ্রেডে বেতন পাচ্ছি, সেখানে একই স্কুলের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডের বেতন পাচ্ছেন।’

তারা বলেন, ‘সকাল থেকে বিকাল পর্যন্ত যে পরিশ্রম আমরা করি- তাতে সরকারের উচিত আমাদের ১১তম গ্রেডের বেতন কাঠামোতে নেয়া।’

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :