অবৈধ সম্পদের মামলা

সাংসদ হাবিবুর রহমান মোল্লা খালাস

প্রকাশ | ০৭ মার্চ ২০১৯, ১৭:২১

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রমাণ করতে না পারায় সরকারদলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাকে মামলা থেকে খালাস দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ জয়নাল আবেদীন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় হাবিবুর রহমান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা সূত্রে জানা যায়, দুদকের তাগিদে ২০০৭ সালের ১০ জুন হাবিবুর রহমানের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের পর দুই কোটি ৩২ হাজার ৫৪৮ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পত্তি অর্জনের তথ্য পাওয়া যায়। এই অভিযোগে তার বিরুদ্ধে ২০০৭ সালের ৩ অক্টোবর রমনা থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ।

মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ২০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মাহবুবুর রহমান। ওই বছরের ১৪ মে আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

দুদকের পক্ষে প্রসিকিউটর গোলাম হায়দার চৌধুরী এবং আসামিপক্ষে সৈয়দ মিজানুর রহমান মামলাটি পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)