চুয়াডাঙ্গায় শতকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

প্রকাশ | ০৭ মার্চ ২০১৯, ১৭:৩৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শতকণ্ঠে একযোগে পরিবেশিত হয়েছে চুয়াডাঙ্গায়। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানে ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। দিবসটি স্মরণে সেই স্বাধীনতার ভাষণটি শতকণ্ঠে একযোগে পরিবেশন করে শিক্ষার্থীরা।  এতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে শতকণ্ঠে ভাষণ পরিবেশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধো সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)