‘৭ মার্চের ভাষণ বাঙালির পরাধীনতা মুক্তির সনদ’

সাজ্জাদ বাবু, ফরিদপুর
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৮:৪৫

‘১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ আসলে বাঙালির পরাধীনতা মুক্তির সনদ। পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর একটি এই ভাষণ কেবল আমাদেরই নয়, বিশ্ববাসীরও প্রেরণার চিরন্তন উৎস। ৭ মার্চ তাই বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় দিন।’

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন ৭ মার্চ উপলক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের (রুকসু) আলোচনা সভায় এসব কথা বলেছেন আলোচকরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহর ক্যাম্পাসের নতুন ভবনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা ও সংসদ বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

রুকসুর সাহিত্য-সংস্কৃতি সম্পাদক এম এম হাবিবুন নবী শুভর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান।

আলোচনায় অংশ নেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান্ মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবন, রুকসুর সহ সভাপতি (ভিপি) নূর হেসেন মারুফ ও সাধারণ সম্পাদক (জিএস) আসিফ ইমতিয়াজ সজলসহ নেতারা।

(ঢাকাটাইমস/০৭মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :