চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ, আটক ৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৮:৪৬

চাঁদপুরে কাভার্ডভ্যানে করে জাটকা পাচারকালে ৫০০ কেজি জাটকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় তাকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন লক্ষ্মীপুর জেলার গজারিয়া এলাকার সেকান্দর ছৈয়ালের ছেলে তসলিম ছৈয়াল (৪০) হাইমচর উপজেলার জালিয়ার চর এলাকার তারা মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮) ও ঢাকা যাত্রাবাড়ীর মান্নান মোল্লাার ছেলে শহীদ মোল্লা (৩৫)। অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ইলিশের পোনা জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুর নৌ-সীমানা, নোয়াখালী জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। জেলার মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে এবং হাইমচর উপজেলা চরভৈরবী হতে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় সকল প্রকার জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

ঢাকাটাইমস/০৭মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :