নৌকার পোস্টার ছিঁড়ে নদীতে ফেলার অভিযোগ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ২০:৪৫

নাটোরের সিংড়ায় নৌকার পোস্টার ছিঁড়ে নদীতে ফেলে দেয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফিক। এছাড়া বুধবার রাতে সাধারণ ভোটারসহ নৌকা প্রতীকের কর্মীদের হুমকি ও ভয় দেখানোর অভিযোগ করেন তিনি।

উপজেলার শেরকোল ইউনিয়নের তেলীগ্রামে নৌকার পোস্টার ছিঁড়ে নদীতে ফেলে দেয়ার ঘটনা ঘটে। একই সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী অফিস দখল করে নেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রামকে শহর করার যে ভিশন, সেটাকে সামনে রেখে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ব্যাপক মানুষের সাড়া পাচ্ছেন। এই জনস্রোতে আতঙ্কিত হয়ে তার নৌকার পোস্টার ছিঁড়ে নদীতে ফেলছে এবং দুই-একটি নির্বাচনী নৌকার অফিস দখল করেছে। বিশেষ একটি মহলের নির্দেশে একটি অদৃশ্য শক্তি এসব করছে বলেও তিনি অভিযোগ করেন। তবু সাধারণ মানুষ ভোট দিতে পারে তাহলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা করেন তিনি।’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নি অফিসার বরাবর তিনি দুটি পৃথক লিখিত অভিযোগ করেছেন।

আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নান বলেন, ‘নৌকা প্রতীকের প্রচারণার পর থেকেই বিভিন্নভাবে হুমকি-ধামকি চলছিল। তেলীগ্রামের প্রায় এক হাজার নৌকার পোস্টার ছিঁড়ে নদীতে ফেলা হয়েছে এবং অফিস ভাঙচুর করে অফিস দখল করে নেয়া হয়েছে। আমরা এখানে ভোট দেয়ার পরিবেশ চাই ও নিরাপত্তা চাই। আর ভোট দেয়ার পরিবেশ থাকলে বিপুল ভোটে নৌকার বিজয় হবে।’

এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ড. রাজ্জাকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিকের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর নির্বাহী হাকিমকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছি।’

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :