‘মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গা (ফরিদপুর)
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ২১:১৭

যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল করিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার কার্যালয়ে ‘ঢাকা টাইমস’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারির কথা জানান।

ওসি বলেন, ‘মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ জন্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তাই আলফাডাঙ্গা থানাকে মাদকমুক্ত করতে ও যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ থানায় নিরীহ কোন লোক হয়রানি হবে না। থানায় অভিযোগ দিতে এসে কোন লোক পুলিশের ব্যবহারে ফেরত যাবে না।’

তিনি বলেন, ‘আমার চেষ্টা থাকবে আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে আলফাডাঙ্গাকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা।’

এজন্য সবার সহযোগিতা কামনা করেন ওসি।

রেজাউল করিম বৃহস্পতিবার বিকালে আলফাডাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি জেলার ভাঙ্গা সার্কেল অফিসে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

রেজাউল করিম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পলাশিয়া গ্রামের আব্দুল মজিদের পুত্র।

(ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :