জয়পুরহাটে কাভার্ডভ্যানে মিলল বিপুল ফেনসিডিলি

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ১৫:৪৩

জয়পুরহাটে বিপুল ফেনসিডিলসহ নাজমুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার শিমুলতলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাজমুল ইসলাম (২০) জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমাণ্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল। একটি কাভার্ড ভ্যানে করে ফেনডিল রাজধানী ঢাকাতে নিয়ে যাচ্ছিলেন তিনি।

সকালে এমন গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ৭৯৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

ক্যাম্প কমাণ্ডার আরও জানান, নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলি বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি রাজধানী ঢাকাতে নিয়ে গিয়ে বিক্রি করে আসছিল।

দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে শুক্রবার তাকে আটক করা হলো।

ঢাকাটাইমস/০৮মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :