মাদারীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই চেয়ারম্যান নির্বাচিত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ১৫:৫৫

মাদারীপুরের শিবচর ও কালকিনি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ দুই উপজেলার দুই ভাইস-চেয়ারম্যানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নতুন দুই চেয়ারম্যান হলেন-শিবচরের সামসুদ্দিন খান এবং কালকিনির মীর গোলাম ফারুক।

এছাড়া শিবচর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে আতাহার হোসেন বেপারি এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফাহিমা বেগম নির্বাচিত হন।

শুক্রবার সকাল ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান এদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

দুই উপজেলার রির্টানিং কর্মকর্তারা জানান, ‘শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে দুজনের মধ্যে এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সামসুদ্দিন খান ও ভাইস-চেয়ারম্যান পদে আতাহার হোসেন বেপারি এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফাহিমা বেগম নির্বাচিত হন। এছাড়া কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মীর গোলাম ফারুক একক প্রার্থী হওয়ায় তিনিও নির্বাচিত হন।’

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ‘বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান এককভাবে প্রার্থী থাকায় চারজনকেই বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া অন্য একাধিক পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়।

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :