কুষ্টিয়ায় দুই দিনের জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব

প্রকাশ | ০৮ মার্চ ২০১৯, ১৮:০২

কুষ্টিয়া প্রতিবেদক, ঢা্কাটাইমস

কুষ্টিয়ায় দুই দিনের জাতীয় মেডিকেল বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এই বিতর্ক উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম মুসতানজিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শাহীনুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, এনডিএফ বিডি এর চেয়ারম্যান এ কে এম শোয়েব।

‘হৃদয়ে আমার যুক্তির হাওয়া, মুক্তি চিরদিন’ এ শ্লোগানে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ বিডি) এ বিতর্ক উৎসবের আয়োজন করে। দেশের ৪৬টি মেডিকেল কলেজের পাঁচ শতাধিক বিতার্কিক এতে অংশ নেন।

আগামীকাল শনিবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেবি)