কক্সবাজারে ‘ঢাকাবাসী’র ঘুড়ি উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ১৮:৫৭

তিন দিনব্যাপী ঘুড়ি উৎসব পালন করেছে সামাজিক সংগঠন ‘ঢাকাবাসী’। কক্সবাজার সমুদ্র সৈকতে বুধবার থেকে শুরু হয় এই ঘুড়ি উৎসব। শুক্রবার লাবণী সৈকতে ঘুড়ি ওড়ানো ও সৈকতের আবর্জনা পরিষ্কারের মধ্যে দিয়ে শেষ হয় তিন দিনের উৎসব।

ঢাকাবাসী’র সঙ্গে ঘুড়ি উৎসব ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন কেন্দ্রীয় দপ্তরের সদস্যরা।

ঐতিহ্য ধরে রাখতেই নিটল টাটার সৌজন্যে এর আয়োজন করা হয়েছে।

ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক ঢাকাটাইমসকে জানান, ঘুড়ি উৎসব দিন দিন হারিয়ে যাচ্ছে। কৃত্তিমতার পাশাপাশি ঐহিত্য ধরে রাখতে ঘুড়ি উৎসব নিয়মিত আয়োজন করা যেতে পারে।

তিনি বলেন, ‘আমরা ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে সকলের কাছে আমাদের ঐহিত্য ধারণের একটি বার্তা পৌঁছে দিতে চাই। বর্তমান প্রজন্মকে ঘুড়ি উড়ানোর প্রতি আগ্রহী করতে আমাদের এই আয়োজন। এতে করে আমাদের ঐতিহ্য বেঁচে থাকবে।‘

তিনি আরো বলেন, ‘আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। এতে করে সমাজকে পরিষ্কার রাখার যে প্রবণতা আমাদের মধ্যে রয়েছে তা আরো দৃঢ় হবে বলে আমরা মনে করি।’

ঢাকাটাইমস/৮মার্চ/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :