নারী দিবসে চট্টগ্রামে র‌্যালি

প্রকাশ | ০৮ মার্চ ২০১৯, ১৯:৫৪ | আপডেট: ০৮ মার্চ ২০১৯, ২২:৪৯

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নারী দিবসের প্রতিপাদ্য ‘উন্নয়নের মূল কথা, নারী-পুরুষের সমতা’ স্লোগান খচিত ব্যানার, প্লে-কার্ড, ফেস্টুন এবং শিক্ষার্থীদের মাথায় ক্যাপ পরিহিত র‌্যালিটি সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের নেতৃত্বে নগর ভবনের বঙ্গবন্ধু চত্বর থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়।

শুক্রবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

এই সময় সিটি মেয়রের সাথে ছিলেন কাউন্সিলর এম. আশরাফুল ইসলাম, মোহাম্মদ শফিউল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, নিলু নাগ, চসিক সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরীসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএ)