বরিশাল ক্লাবের ঝুঁকিপূর্ণ ভবনে তালা

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ২০:৩২

ভেতরে ঝুঁকিপূর্ণ একটি ভবন থাকায় বরিশাল ক্লাবের ঝুঁকিপূর্ণ একটি ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

শুক্রবার বেলা ১১টার দিকে কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নির্দেশে ভবনটিতে তালা লাগিয়ে দেয়া হয়।

বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিসিসির অনুমোদন ছাড়া চার তলাবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছিল। তাছাড়া সম্প্রতি ভবনটির একটি অংশ আংশিক দেবেও যায়। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তাই নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ভবনটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।’

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘বিষয়টি সম্পর্কে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ অবগত হয়ে আইনমাফিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা পেয়েই যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।’

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :