দক্ষিণ সুনামগঞ্জে নারী দিবসে ১৩ জনকে সম্মাননা

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ২২:০১

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আট নারীনেত্রীসহ ১৩ জনকে সম্মাননা দেয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় এ সম্মাননা অনুষ্ঠান হয়।

উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ এ এ সম্মাননার আয়োজন করে।

নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে এবং নারী সচেতনতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহসহ সম্মাননাপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, বিকশিত নারী নেটওয়ার্ক পূর্ব পাগলা ইউনিয়ন সভাপতি ও নারী নেত্রী কুহিনুর বেগম, সাধারণ সম্পাদক সামছুন্নাহার বেগম, সদস্য রেহেনা বেগম, সাফিয়া বেগম, সুফিয়া বেগম, আছিয়া বেগম, সাজনা বেগম, সুসান্তি বেগম, ইউপি নারী সদস্য আফরোজা বেগম, মকবুল নেছা।

পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে এবং ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হালিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, কন্যা শিশু এডভোকেসি ফোরাম পূর্ব পাগলা ইউনিয়ন কমিটির সভাপতি ইরান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হেলিনা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উন্নয়ন কর্মী দুলন রানী, পিঠাপই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মছকু মিয়া, এনজিও পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :